সাভারে তীব্র যানজট
ঈদুল আজহা উপলক্ষে আট দিনের জন্য বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে সাভারে সড়ক-মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। আজ বৃহস্পতিবার সকাল থেকে সাভারের সড়কের বিভিন্ন স্থানে যানজট নিরসনে ব্যস্ত থাকতে দেখা গেছে ট্রাফিক পুলিশ সদস্যদের।
দেশজুড়ে টানা দুই সপ্তাহ সর্বাত্মক বিধিনিষেধের পর আজ থেকে মহাসড়কে দূরপাল্লার যান চলাচল শুরু হয়েছে। ফলে বাড়ি ফেরা মানুষের চাপে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাভারের থানা স্ট্যান্ড, বাজার বাসস্ট্যান্ড, শিমুলতলা রেডিও কলোনিসহ আশুলিয়ার বাইপাইলে দেখা যায় তীব্র যানজট।
ট্রাফিক পুলিশের পরিদর্শক আবদুস সালাম জানান, মহাসড়কে যানবাহনের বাড়তি চাপের কারণে থেমে থেমে বিভিন্ন পয়েন্টে যানজট সৃষ্টি হচ্ছে। এ ছাড়া সংস্কার এবং সড়ক নির্মাণ কাজের কারণে ধীরগতিতে যানবাহন চলাচলের ফলে তীব্র হয়ে উঠেছে যানজট পরিস্থিতি।
তবে, ঈদের আগে সড়কে এমন যানবাহনের চাপ থাকা স্বাভাবিক বলে উল্লেখ করেন ট্রাফিক পুলিশের পরিদর্শক আবদুস সালাম।