সাভারে দুই নারীসহ চারজন খুন
সাভারে পৃথক ঘটনায় এক প্রবাসীর স্ত্রী, অপর এক নারীসহ চারজন খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ রাজাশন ও আড়াপাড়া থেকে দুই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, আজ ভোর রাতে দক্ষিণ রাজাশন এলাকায় নিজ বাড়িতে সিঙ্গাপুর প্রবাসী মোবারক হোসেনের স্ত্রী রুমা আক্তারকে (৩০) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। এ ঘটনায় হত্যাকাণ্ডের সন্দেহে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
অপরদিকে, সাভারের আড়াপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী আনজিলাকে (৩৩) পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে স্বামী সোহাগ মিয়ার বিরুদ্ধে। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের স্বামী সোহাগ মিয়া ও ছোট বোনের জামাতা সুমন মিয়াকে আটক করেছে পুলিশ।
একই দিনে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
অপরদিকে, সাভারের সবুজবাগ এলাকার একটি বাড়ি থেকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবক ও ধামরাইর চৌহাট ঋষিপাড়া এলাকার একটি বাড়ি থেকে শ্রী মনি দাস নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ‘কেন দুই নারীকে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় তিনটি ও ধামরাই থানায় একটিসহ মোট চারটি মামলার প্রস্তুতি চলছে।’