সাভারে নিরাপদ সড়কের দাবিতে অবরোধ
পূর্ব ঘোষণা অনুযায়ী নিরাপদ সড়কের দাবিতে সাভারে অবরোধ করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এ সময় শিক্ষার্থীদের সামনে রাস্তা পারাপারের সময় সাভার মর্নিং গ্লোরি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আতিফকে চাপা দিয়ে পালিয়ে যায় একটি পিকআপ ভ্যান। গুরুতর অবস্থায় আহত শিশুটিকে সাভারের এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এ ঘটনায় আরও ক্ষুব্ধ হয়ে ওঠে নিরাপদ সড়কের দাবিতে আসা শিক্ষার্থীরা।
পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে পিকআপ ভ্যানের চাপায় আহত শিশু শিক্ষার্থীর মুখের মাস্ক নিয়ে রক্তাক্ত স্থানে বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় বিভিন্ন গাড়ির লাইসেন্স দেখতে চাইলে দেখতে পান বেশিরভাগ গাড়িতে নেই সঠিক কাগজপত্র।
আড়াই ঘণ্টা ধরে চলা অবরোধে এ সময় আটকা পড়ে শত শত গাড়ি। এতে করে চরম দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘নিরাপদ সড়কের নয় দফা দাবি না মানা হলে অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।’
এদিকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে উপস্থিত ছিল সাভার মডেল থানা পুলিশ।