সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সাভারের আশুলিয়ায় প্রায় পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ ও দেড় কিলোমিটার লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে নেতৃত্ব দেন তিতাসের সাভার জোনালের ম্যানেজার আবু সাদাত মো. সায়েম। সাভার থানা পুলিশ অভিযানে সহায়তা করে।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত পর্যন্ত আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার পালোয়ানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিতাসের চল্লিশ সদস্যের একদল শ্রমিক মাটি খোঁড়াখুঁড়ির কাজে অংশ নেয়।
এলাকাবাসী জানায়, কিছুদিন আগেও ওই এলাকার কুখ্যাত কয়েক ব্যক্তি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে বিভিন্ন বাড়িওয়ালাদের কাছ থেকে চল্লিশ হাজার করে টাকা নিয়ে তিতাসের মূল লাইন থেকে নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেন। যার ফলে বৈধ গ্রাহকরা লাইনে পেশার কম পাচ্ছিলেন। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ সকাল থেকে রাত পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এসময় বিভিন্ন চুলা, রাইজার ও নিম্নমানের পাইপ জব্দ করা হয়।
এলাকাবাসী অবৈধ এসব গ্যাস সংযোগকারীর কঠোর শাস্তি দাবি করে প্রশাসনের কাছে। অভিযানে এসময় তিতাস ও আশুলিয়া থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আবু সাদাত মো. সায়েম বলেন, সাভারের কাঠগড়া এলাকার পালোয়ানপাড়ায় অবৈধ গ্যাস সংযোগের খবর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালালে তার সত্যতা পাওয়া যায়। পরে সবগুলো সংযোগ বিচ্ছিন্ন করে মূল লাইনের সঙ্গে থাকা পাইপ কেটে ফেলা হয়। এসময় বেশকিছু পাইপ, রাইজার ও চুলা জব্দ করা হয়। এই এলাকায় অবৈধ একটি চুলা থাকা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।