সাভারে মঙ্গলবার দুপুর থেকে মালিককে অবরুদ্ধ করে রেখেছেন পোশাককর্মীরা
বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার মালিককে অবরুদ্ধ করে রেখেছে শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার দুপুর থেকে তাঁকে অবরুদ্ধ করে রেখেছেন শ্রমিকেরা।
আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার দুর্গাপুর এলাকার বি কে ফ্যাশনওয়্যার লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকেরা জানান, কারখানায় প্রায় ১০০ শ্রমিক কাজ করেন। গতকাল মঙ্গলবার শ্রমিকদের জুলাই মাসের বেতন দেওয়ার কথা থাকলেও, মালিকপক্ষ শ্রমিকদের বেতন দিতে না পারায় গতকাল দুপুর থেকে শ্রমিকেরা কারখানার মালিক রেজওয়ানুল হককে অবরুদ্ধ করে রাখে। বুধবার দুপুর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি অবরুদ্ধ রয়েছেন।
এদিকে, শ্রমিকেরা গতকাল থেকে না খেয়ে রয়েছেন বলে জানিয়েছেন। বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকেরা মালিককে অবরুদ্ধ করে রাখবেন বলে জানিয়েছেন।
অপরদিকে, আশুলিয়ার গোরাট এলাকায় রেজা ফ্যাশন ও বুড়িরবাজার এলাকায় আফনান ফ্যাশনে জুলাই মাসের বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা।
কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।