সাভারে মহিলা মাদ্রাসায় ১০ শিশু ছাত্রীকে নির্যাতন
সাভারে একটি মহিলা মাদ্রাসায় দশ শিশু ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিনগত গভীর রাতে পৌরসভার মজিদপুর এলাকার তালীমুন নিসা মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। ঘটনাটি চাঞ্চল্য সৃষ্টি করলে তদন্তে নামে পুলিশ। অবস্থা টের পেয়ে গা ঢাকা দেন অভিযুক্তরা।
শিক্ষার্থীরা জানায়, শুক্রবার দুপুরে ওই মাদ্রাসার অধ্যক্ষ মোতালেব হোসেনের মেয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। হিফজ বিভাগের কয়েক শিক্ষার্থীর সঙ্গে বিরোধের জেরে ওই মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে—এমন অভিযোগ তুলে গভীর রাতে দশ শিক্ষার্থীকে ঘুম থেকে তুলে একটি কক্ষে নেওয়া হয়। সেখানে অধ্যক্ষর স্ত্রী সালমা ও শিক্ষিকা আমেনা জিজ্ঞাসাবাদের নামে মারধর করেন।
শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এর আগে অবস্থা টের পেয়ে গা ঢাকা দেন অভিযুক্তরা।
আহত বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘মিথ্যা অভিযোগ তুলে শিশু শিক্ষার্থীদের ওপর নির্মমভাবে মারধর করা হয়েছে।’ তাঁরা মাদ্রাসার অধ্যক্ষর স্ত্রী ও শিক্ষিকার কঠোর শাস্তি দাবি করেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক পাভেল মোল্ল্যা বলেন, ‘অভিভাবকরা থানায় লিখিত অভিযোগ করেছেন। শিশু শিক্ষার্থীদের শরীরে বেত্রাঘাতের চিহ্ন পাওয়া গেছে।’
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।