সামরিক-বেসামরিক প্রশাসনের একসঙ্গে কাজ করায় গুরুত্বারোপ সেনাপ্রধানের
সামরিক ও বেসমারিক প্রশাসনের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন সেনাপ্রধান।
জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘বেসামরিক প্রশাসনের সঙ্গে একত্রে কাজ না করলে অভীষ্ট লক্ষে পৌঁছানো যায় না। বেসমরিক প্রশাসনের সঙ্গে যত যোগাযোগ বাড়বে ততই ভালো।’
নির্বাচনকালীন সেনা মোতায়েন নিয়ে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘সেনাবাহিনী সব সময় প্রতিরক্ষার কাজ করে। বেসামরিক প্রশাসন যেকোনো প্রয়োজনে ডাকলে সেনাবাহিনী সহযোগিতা করবে।’
ডিসি সম্মেলনে যাওয়ার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী তাদের প্রচলিত যে দায়িত্বগুলো পালন করে সেগুলো পালনের ক্ষেত্রে অসামরিক প্রশাসনের সহায়তা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি নিজেই এখানে এসেছি এটা ইনডিকেট করে যে আমি এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছি। আমরা সোনার বাংলা গড়ার যে অভীষ্ট লক্ষ্যে এগোচ্ছি, সেখানে সামরিক প্রশাসনের সঙ্গে বেসামরিক প্রশাসন যদি একসঙ্গে কাজ না করে আমরা কিন্তু অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব না।’