সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু তদন্ত দাবিতে নড়াইলে মানববন্ধন
সুনামগঞ্জের শাল্লায় ও নড়াইলের মহাজনে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় জেলার আদালত সড়কে এ মানববন্ধন পালিত হয়।
বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ, নড়াইল শাখা, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম, হিন্দু যুব পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, হাটবাড়িয়া জমিদার বাড়ি জমি রক্ষা সংগ্রাম কমিটিসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধন চলাকালে সুনামগঞ্জের শাল্লায় ও নড়াইলের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান বক্তারা। এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম, নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট পংকজ বিহারী ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নড়াইল শাখার সভাপতি মলয় কুমার নন্দী, সাধারণ সম্পাদক আশীষ কুমার বিশ্বাসসহ অনেকেই।
মানববন্ধনে বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিল।