সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে
সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী তিন দিনে এই অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এ ছাড়া রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) এসব তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১৩ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া শ্রীমঙ্গলে ১৩ দশমিক ছয় ও রাজারহাটে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা খেপুপাড়া ও কুমারখালীতে ৩৪ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।