সারা দেশে চলছে বিএনপির গণঅনশন কর্মসূচি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং তাঁর স্থায়ী মুক্তির দাবিতে দলটির পূর্বঘোষিত গণঅনশন কর্মসূচি চলছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলছে এই কর্মসূচি।
এর মধ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শনিবার সকাল ৯টা থেকে এ কর্মসূচি শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
গণঅনশন কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উপস্থিতি আছেন কয়েক হাজার কর্মী। মির্জা ফখরুল বলেন, ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া। বারবার দেশের মানুষের অনুরোধের পরও যখন কাজ হচ্ছে না, তখন গণঅনশন করতে বাধ্য হয়েছে বিএনপি।’
এদিকে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেখানে গণঅনশন চলছে, তার চারপাশে বিপুল পুলিশ উপস্থিত রয়েছে। রাখা হয়েছে জলকামানসহ কয়েকটি প্রিজনভ্যান। এ ছাড়া পল্টন, ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড়, কাকরাইল মোড়সহ আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
রাজধানীর বাইরে এনটিভির নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ
ওছমান হারুন মাহমুদ, ফেনী : সকাল ৯টা থেকে শহরের ট্রাংক রোডে অবস্থিত প্রেসক্লাব প্রাঙ্গণে অনশন কর্মসূচি শুরু করে জেলা বিএনপি। অনশন কর্মসূচিতে অংশ নেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহ্বায়ক আলাউদ্দিন গঠন, অধ্যাপক আব্দুল খালেক, ইয়াকুব নবী, আনেয়ার পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুলসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতারা।
ভজন দাস, নেত্রকোনা : নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে পৌর শহরের ছোটবাজারে দলীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু হয় গণঅনশন। জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।
গণঅনশন কর্মসূচি অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সম্পাদক অনিক মাহবুব চৌধুরীসহ প্রমুখ।
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা : খুলনায় পুলিশের বাধার কারণে কেডিঘোষ রোডের ওপর বসে গণঅনশন কর্মসূচি পালন করতে পারেনি জেলা বিএনপি। পরে দলটির কার্যালয়ে এই কর্মসূচি শুরু করা হয়।
এর আগে আজ শনিবার সকাল ৯টা থেকে দলীয় কার্যালয়ের সামনের সড়কে গণঅনশন কর্মসূচি পালনের প্রস্তুতি নেয় বিএনপি। কিন্তু ৯টার আগেই পুলিশ পুরা এলাকায় অবস্থান নেয়। পৌনে ৯টার দিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি সড়কে অবস্থান নেন। কিন্তু পুলিশ তাদের বাধা দিয়ে দলীয় কার্যালয়ে গিয়ে কর্মসূচি পালনের অনুরোধ জানায়।
এ সময় প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে পুলিশের সঙ্গে টানা-হেঁচড়ার পর নেতাকর্মীরা কার্যালয়ে চলে যান। কিন্তু বিএনপির নেতা নজরুল ইসলাম মঞ্জু ও মনিরুজ্জামান মনি সড়কের বসে পড়েন। পরে পুলিশ তাঁদের কোলে করে ওপরে কার্যালয়ের ওপরে নেওয়ার চেষ্টা করলে তাঁরা দাঁড়িয়ে থাকেন। নজরুল ইসলাম মঞ্জু দীর্ঘ সময় সড়কের ওপর দাঁড়িয়ে থেকে পুলিশি বাধার প্রতিবাদ জানান।
এ সময় কেডিঘোষ রোড এলাকাজুড়ে পুলিশ, গোয়েন্দা (ডিবি) পুলিশ অবস্থান নিয়ে সড়কে চলাচল বন্ধ করে দেয়। বর্তমানে বিএনপির কার্যালয়ে গণঅনশন কর্মসূচি চলছে।