সার্বভৌমত্বের বাংলাদেশ ফিরিয়ে আনতে চায় বিএনপি : রিজভী
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘টেকব্যাক বাংলাদেশ’ মানে কী? ফিরিয়ে নিয়ে আসা, পুনরুদ্ধার করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, নিরাপত্তার বালাদেশ, সার্বভৌমত্বের বাংলাদেশ ও স্বাধীনতার বাংলাদেশ ফিরিয়ে আনার কথা বলেছেন।
আজ শনিবার সন্ধ্যায় ময়মনসিংহে দক্ষিণ জেলা ও মহানগর কৃষকদলের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে বাংলাদেশ থেকে চাল রপ্তানি হতো, সেই বাংলাদেশ ফিরিয়ে আনতে হবে।
এনামুল হক আকন্দের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিএনপি ও কৃষকদল নেতারা। পরে খালেদা জিয়ার সুস্থতা এবং বিশ্ব মুসলিমের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।