সালথার সহিংসতায় এ পর্যন্ত ৭৯ জনকে গ্রেপ্তার, দুজনের স্বীকারোক্তি
ফরিদপুরের সালথার ঘটনায় এ পর্যন্ত ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ফরহাদ ও হৃদয় নামের দুই আসামি তাদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।’
আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সালথায় ঘটে যাওয়া সহিংসতা ও মামলার অগ্রগতি সম্পর্কে তুলে ধরে এসব তথ্য দেন পুলিশ সুপার মো. আলীমুজ্জামান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘গত ৫ এপ্রিল লকডাউন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, এ নিয়ে ঘটনার শুরু হলেও পরে বিভিন্ন গুজব রটিয়ে মাইকে লোকজন ডাকা হয়।’
পুলিশ সুপার বলেন, ‘পাঁচটি মামলায় আলাদা আলাদা করে পাঁচজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করা হবে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ফেসবুক লাইভে প্রচারিত ভিডিওসমূহ সংগ্রহ ও বিশ্লেষণ করে অপরাধীদের বিচারের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।’
পুলিশ সুপার হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘রাষ্ট্র ও জনগণের সম্পদ ধ্বংসকারী এসব অপরাধীদের খুঁজে বের করে বিচারের জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। অতি দ্রুত এ ঘটনার সঙ্গে কারা কারা জড়িত সেই বিষয়ে আপনাদের জানাতে পারব।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকারসহ সাংবাদিকরা।