সাড়ে ৩ বছরের শিশু ধর্ষণের পর হত্যায় আসামির মৃত্যুদণ্ড
রাজধানীর বাড্ডায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় শিপন নামে এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সাবেরা সুলতানা খানম এই রায় ঘোষণা করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আফরোজা ফারহানা আহমেদ (অরেঞ্জ) এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিচারক আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
আইনজীবী আরও বলেন, ‘বিচারক আদালতে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেছেন। রায় শেষে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
নথি থেকে জানা গেছে, ২০১৭ সালের ৩০ জুলাই শিপন নিজের বাসায় আসেন। এ সময় শিশুকে তার বাসার সামনে দেখেন। তখন আসামি শিশুটিকে ভাত খাওয়ান। খাওয়া শেষে ধর্ষণ করেন। শিশুটি চিৎকার করলে তার মুখ ও গলাচেপে ধরে রাখেন। শিশু নিস্তেজ হয়ে পড়লে আসামি তাকে বাথরুমে ফেলে রেখে চলে যান।
ঘটনার পরদিন ৩১ জুলাই শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করেন। পরে ২০১৯ সালের ২৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই রাশেদুল আলম সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।