সাড়ে ৬ ঘণ্টা পর মোংলায় বাস চলাচল স্বাভাবিক
মোংলায় সাড়ে ছয় ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। ভ্যান শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় বাস বন্ধ করেছিলেন মোংলার বাসচালক ও শ্রমিকরা। পরে উভয়পক্ষের আলোচনা শেষে আগামী শনিবার বৈঠক বসিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়ায় বাস চলাচল চালু করে মালিক সমিতি।
এর আগে আজ বুধবার সকাল ৮টার দিকে মোংলার স্থায়ী বন্দর বাস স্ট্যান্ডে একটি বাস আরেকটি অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানটির চাকা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ভ্যান চালক মমিন ও অপর ভ্যান লেবার নুরুল হক মিলে বাস চালক প্রশান্তকে মারধর ও গাড়ির গ্লাস ভাঙচুর করে। এনিয়ে বাস চালক, হেলপার ও ভ্যান চালক-শ্রমিকদের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর মালিক সমিতির নির্দেশে সকাল ৮টায় বাস চলাচল বন্ধ করে দেয় সব চালক-হেলপাররা। এরপর থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকে। পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পরে স্থানীয় প্রশাসন এ ঘটনার বিচারে শনিবার দিন ধার্য করলে আড়াইটার পরপরই বাস চলাচল শুরু হয়। শনিবারের বৈঠকে বাস মালিক সমিতি, রিকশা ভ্যান সমিতি, পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থাকবেন। সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়ায় বাস চলাচল চালু করে মালিক সমিতি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘বাস ও ভ্যান চালকের দ্বন্দ্বের বিষয়টি সুরাহার জন্য শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের কার্যালয়ে বসার সিদ্ধান্ত উভয় পক্ষ মেনে নেওয়ায় দুপুর আড়াইটার দিকে মহাসড়কে বাস চলাচল শুরু হয়।’