সিনহা হত্যা মামলা বাতিলের শুনানি ১৩ ডিসেম্বর
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মুহাম্মদ রাশেদ খান হত্যা মামলা বাতিল চেয়ে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে দায়ের করা রিভিশন আবেদনটির গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি আবারো পিছিয়েছে। আগামী ১৩ ডিসেম্বর রিভিশন আবেদনটির গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি হবে।
সিনহা হত্যা মামলা বাতিল চেয়ে মামলার প্রধান আসামি লিয়াকত আলীর পক্ষে করা রিভিশন আবেদনটির আইনজীবী শুনানির জন্য আদালতে সময় প্রার্থনা করায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এদিন ধার্য করেন।
আজ মঙ্গলবার রিভিশন আবেদনটির গ্রহণযোগ্যতা শুনানির জন্য দিন ধার্য ছিল। সিনহা হত্যা মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌসের পক্ষের প্রধান আইনজীবী মোহাম্মদ মোস্তফা আজ দুপুরে এক ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি জানান, সিনহা হত্যা মামলার এক নম্বর আসামি বরখাস্ত হওয়া পুলিশ পরিদর্শক লিয়াকতের পক্ষে রিভিশন মামলার প্রধান আইনজীবী মাসুদ সালাহ উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁর পক্ষে আজ আদালতে সময় চেয়ে আবেদন করা হয়। আদালতের বিচারক তাঁর সময় চাওয়ার আবেদন মঞ্জুর করে আগামী ১৩ ডিসেম্বর এই রিভিশন মামলার গ্রহণযোগ্যতা নিয়ে পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেছেন।
সিনহা হত্যা মামলা বাতিল চেয়ে মামলার প্রধান আসামি লিয়াকত আলীর পক্ষে গত ৪ অক্টোবর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন দায়ের করা হয়। যার নম্বর-ফৌজদারি রিভিশন আবেদন : ১৮৯/২০২০। জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ সালাহ উদ্দিনের নেতৃত্বে আইনজীবী প্যানেল রিভিশন আবেদনের ওপর আদালতে শুনানি করে।
গত ২০ অক্টোবর রিভিশন আবেদনটি ত্রিপক্ষীয় শুনানির মাধ্যমে আদেশের দিন ধার্য ছিল। সেদিন শুনানিতে সিনহা হত্যা মামলার বাদী ও তাঁর বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের প্রধান আইনজীবী মোহাম্মদ মোস্তফা রিভিশন আবেদনটি শুনানির জন্য বাদীর পক্ষে সময় প্রার্থনা করেন। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ১০ নভেম্বর দিন ধার্য করেন।
গত ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফের বাহারছড়া এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মুহাম্মদ রাশেদ খান। গত ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, বাহারছড়া শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রত্যাহার হওয়া পরিদর্শক লিয়াকত আলী, উপপরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিতসহ নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন। যার টেকনাফ থানার মামলা নম্বর : ৯/২০২০, জিআর নম্বর : ৭০৩/২০২০ ইংরেজি (টেকনাফ)। এ মামলায় পদ্ধতিগত আইনি ত্রুটি আছে দাবি করে মামলাটি বাতিল চেয়ে ক্রিমিনাল প্রসিডিউরের ৪৩৫/৪৩৯ ধারায় প্রধান আসামি লিয়াকতের পক্ষে ৪ অক্টোবর কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে রিভিশন আবেদন ফাইল করা হয়।
আগামী ১৩ ডিসেম্বর রিভিশনকারী, রাষ্ট্রপক্ষ ও বাদীনী শারমিন শাহরিয়ার ফেরদৌসের পক্ষে শুনানির পর আদালতের আদেশ ওপর নির্ভর করবে রিভিশন আবেদনটির ভবিষ্যৎ কী হবে।