সিনেমা ব্যবসায় ধস, শেরপুরে ভেঙে ফেলা হচ্ছে সিনেমা হল
ভেঙে ফেলা হচ্ছে শেরপুরের নকলা উপজেলার অন্যতম ‘কল্পনা সিনেমা’ হল। সিনেমার ব্যবসায় নেমেছে ধস। দর্শক হচ্ছে না আশানুরূপ। ফলে লোকসান গুনতে হচ্ছে। এমতাবস্থায় বাধ্য হয়েই সিনেমা হলের ব্যবসা বাদ দিতে হচ্ছে বলে জানিয়েছেন হলটির বর্তমান মালিক জহিরুল ইসলাম জুয়েল।
শেরপুরে একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছে। জেলা শহরে সিনেমা হল ছিল ছয়টি। এখনও কোনো রকমে টিকে আছে দুটি সিনেমা হল। অন্যগুলো পরিণত হয়েছে মার্কেট ও গুদামে। সেই ধারাবাহিকতায় ভাঙা শুরু হয়েছে নকলার ঐতিহ্যবাহী ‘কল্পনা সিনেমা’ হল।
হলটি ভেঙে ওই জায়গায় তৈরি হবে বহুতল বিল্ডিং। যেখানে মার্কেটসহ থাকবে কমিউনিটি সেন্টার।
২০০৪ সালে হলটি তৈরি হয় নকলার জালালপুরে। তৈরি করেন নকলার গণপদ্দি এলাকার মোমেন বাবু মিয়া নামে একজন। লোকসান গুনতে হচ্ছিল বলে তিনি হলটি বিক্রি করেন ব্যবসায়ী জহিরুল ইসলাম জুয়েলের কাছে। কিন্তু চলচিত্র ব্যবসা ক্রমেই মন্দা হচ্ছিল দেশে। যার ফলে হলটি চালাতে লোকসান গুনতে হচ্ছিল জহিরুল ইসলাম জুয়েলকেও। বাধ্য হয়েই হলটি ভাঙার সিদ্ধান্ত নেন তিনি।