সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে
চীন থেকে সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ করোনার টিকা দেশে এসেছে। বুধবার দিবাগত রাত ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব টিকা এসে পৌঁছায়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান আজ বৃহস্পতিবার এ তথ্যে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
মাইদুল ইসলাম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের বিমানবন্দর থেকে টিকাগুলো গ্রহণ করেন।
এর আগে চীন থেকে কেনা সিনোফার্ম টিকার ৫০ লাখ ডোজের আরেকটি চালান গত ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকায় পৌঁছায়।
গত ৩ জুলাই বাণিজ্যিক চালান শুরুর পর এখন পর্যন্ত বাংলাদেশে ছয়টি চালানে এক কোটি ৯৯ লাখ এক হাজার ৩৫০ ডোজ সিনোফার্ম টিকা বাংলাদেশে এসেছে। এর সঙ্গে যুক্ত হবে আজকের চালানটি।
চীনের বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টসের সঙ্গে সাড়ে সাত কোটি টিকা কেনার চুক্তি করেছে বাংলাদেশ। এ ছাড়া কোভিড টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে চীন বাংলাদেশকে ৪০ লাখ সিনোফার্ম টিকা উপহার দিয়েছে। এর আগে চীন সরাসরি উপহার দিয়েছিল আরও ২১ লাখ সিনোফার্ম টিকা।