জানালেন পররাষ্ট্রমন্ত্রী
সিনোফার্মের সাড়ে সাত কোটি টিকা কিনবে বাংলাদেশ
চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে সাড়ে সাত কোটি ডোজ করোনার টিকা কিনবে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। এ সময় তিনি জানান, এরই মধ্যে দেড় কোটি ডোজ টিকার মূল্যও পরিশোধ করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশ থেকে কোভ্যাক্সের মাধ্যমে চলতি মাসে আরও ৪৪ লাখ টিকা দেশে আসবে। এর মধ্যে আগামী সপ্তাহে আসছে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ।’
আর এ মাসের মধ্যে আসবে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা। এ ছাড়া আগামী মাসে কোভ্যাক্স থেকে ফাইজারের ৬০ লাখ টিকা আসবে বলেও আশাবাদী ড. মোমেন।