সিরাজগঞ্জে ‘গুলিবিদ্ধ’ পাখি ও এয়ারগান থানায় হস্তান্তর
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গুলিবিদ্ধ ১১টি পাখিসহ শিকারির এয়ারগান উদ্ধার করে পুলিশে দিয়েছে দি বার্ড সেফটি হাউজ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার বেতকান্দি এলাকা থেকে গুলিবিদ্ধ পাখি ও এয়ারগানটি উদ্ধার হয়।
জানা যায়, আজ মঙ্গলবার সকাল থেকে উক্ত এলাকায় কিছু শিকারি পাখি শিকার করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পাখি রক্ষা করতে ওই এলাকায় যায় দি বার্ড সেফটি হাউজ নামের সংগঠনের সদস্যরা। সংগঠনের উপস্থিতি টের পেয়ে ওই শিকারি পালিয়ে যায়। এ সময় তার ফেলে যাওয়া এয়ারগান এবং শিকারকৃত আটটি ঘুঘু, দুইটি হরিয়াল ও একটি সাদা বক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পাখির মধ্যে নয়টি গুলিবিদ্ধ জবাই করা ও দুইটি গুলিবিদ্ধ গুরুতর আহত।
দি বার্ড সেফটি হাউজ সংগঠনের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, ‘এয়ারগান ও পাখি উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহার সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের নির্দেশে আজ দুপুরেই শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিদ মাহমুদ খানের কাছে উদ্ধার করা এয়ারগান ও ১১টি পাখি জমা দেওয়া হয়েছে।