সিরাজগঞ্জে গৃহবধূ হত্যায় দুজনের যাবজ্জীবন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেতু খাতুন নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির কারাদণ্ডের আদেশ দেন।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান ও স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছ গ্রামের শফিকুল ইসলাম (৪২) ও নুর ইসলাম (৪২)।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, উল্লাপাড়া উপজেলার ঘাটিনা মধ্যপাড়া গ্রামের মেয়ে সেতু খাতুন দ্বিতীয় বিয়ের পরেও পরকীয়ায় জড়ায়। শফিকুল ও নুর ইসলাম তাদের অবৈধ মেলামেশার খবর ফাঁস হওয়ার ভয়ে সেতুকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক তাকে গলার ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।
এই ঘটনায় সেতু খাতুনের বাবা সাইফুল ইসলাম বাদি হয়ে উল্লাপাড়া থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় নুর ইসলাম ও শফিকুল ইসলামের উপস্থিতিতে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।