সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম (৩৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমডাঙ্গা গ্রামের চান্দু শেখের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, বুধবার ভোরে ধোপাকান্দি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আশরাফুল ইসলাম। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।