সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মাহিন্দ্রাচালক নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ আল ফরিদ নামে এক মাহিন্দ্রাচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের ভূইয়াগাতী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিন্দ্রাচালক আব্দুল্লাহ আল ফরিদ মেহেরপুরের গাংনী উপজেলার হারাভাঙ্গা গ্রামের খোকন খন্দকারের ছেলে।
পুলিশ জানায়, সিরাজগঞ্জের ভুইয়াগাতী বাজার এলকায় একটি মাহিন্দ্রাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাহিন্দ্রাচালক নিহত হন।
সিরাজগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাত ১০টার দিকে শেরপুর থেকে একটি মাহিন্দ্রা কুষ্টিয়ায় যাচ্ছিল। মাহিন্দ্রাটি ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের ভূইয়াগাতী বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মাহিন্দ্রাচালক আব্দুল্লাহ আল ফরিদ নিহত হন।’