সিরাজগঞ্জে ট্রাক ও বাস চাপায় দুই সন্তানসহ স্কুলশিক্ষিকা নিহত
সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে ট্রাক ও বাস চাপায় ছেলে ও মেয়েসহ এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ রোববার বেলা ১২টার দিকে শহরের এস বি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইফাত সুলতানা রুনী খাতুন (৩০) বনবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী। ছেলে মাসফুখুর রহমান আদি (১২) ও মেয়ে সায়েবা (৬)।
স্থানীয়দের বরাত দিয়ে পৌর কাউন্সিলর মো. আরজু জানান, নিহত রুনী চশমা মেরামতের জন্য ছেলে ও মেয়েকে নিয়ে অটোরিকশায় করে শহরে যাচ্ছিলেন। এস বি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় পৌঁছলে একটি বাস ট্রাককে অতিক্রম করছিল। এ সময় বাস অটোরিকশাটিকে চাপা দিলে অটোরিকশাটি ট্রাকের মুখোমুখি হয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু আদিসহ রুনী মারা যান। গুরুতর আহত হন অটোরিকশার চালক ও রুনীর মেয়ে সায়েবা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিলে চিকিৎসক সায়েবাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় বলে জানান সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী।