সিরাজগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, প্রকৌশলী নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে বিএডিসি পাবনার নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভূঁইয়া নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বিএডিসি পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ টি এম মাহমুদ। উপজেলার পারকোলায় হাটিকুমরুল-পাবনা মহাসড়কে আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ হোসেন নরসিংদীর বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, আজ বৃহস্পতিবার সকালে বিএডিসি পাবনার নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে বহনকারী একটি প্রাইভেটকার শাহজাদপুরের পারকোলায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় সাজ্জাদ হোসেন ও তাঁর সঙ্গে থাকা এ টি এম মাহমুদ গুরুতর আহত হন।
দুজনকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সাজ্জাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত প্রকৌশলী মাহমুদকে উন্নত চিকিৎসার জন্য খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।