সিরাজগঞ্জে ডিবি পরিচয়ে ডাকাতি, ৩ জনকে পুলিশে সোপর্দ
সিরাজগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে সিএনজিচালিত অটোরিকশায় ডাকাতিকালে যাত্রীর চিৎকারে তিনজনকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল সোমবার রাতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট পরিবার পরিকল্পনা হাসপাতালের সামনে ওই ঘটনা ঘটে।
ভুয়া ডিবি পুলিশরা হলেন সদর উপজেলার জগৎগাঁতী গ্রামের লিমন হাসান ওরফে লেবু (৩৩), আব্দুল মমিন (৩০) এবং মৃত ওসমান গনির ছেলে রেজুয়ান হোসেন (৩৫)। ডিবি পুলিশের মাধ্যমে আজ মঙ্গলবার বিকেলে তাদের কামারখন্দ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার বলেন, সিরাজগঞ্জ জেলা শহরে আসার সময় হাটিকুমরুল-নলকা মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশায় প্রায়ই যাত্রী তুলে প্রতারণার ফাঁদে ফেলা হয়। সিএনজিচালিত অটোরিকশায় তোলার পর যাত্রীদের ডিবি পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে অপরাধীরা ডাকাতি বা ছিনতাইয়ের চেষ্টা করে। গতকাল রাতে তরিকুল ইসলাম নামে এক ট্রাকচালককে সিএনজিচালিত অটোরিকশায় তুলে তারা টাকাপয়সা ছিনিয়ে নেয়। এ সময় তরিকুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আসামিদের ধরে ফেলে।
খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল দ্রুত সেখানে যায়। এরপর স্থানীয়া তাদের ডিবি পুলিশের কাছে সোপর্দ করে।