সিরাজগঞ্জে দুই ‘অস্ত্র ব্যবসায়ী’ আটক
সিরাজগঞ্জের বেলকুচি থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। এ সময় দুটি দেশীয় পাইপ গান এবং দুটি গুলি জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার।
আটক করা দুজন হলেন—বেল্লাল হোসেন (৪৫) ও লিটু ব্যাপারী (৪০)। তাঁদের দুজনের বাড়ি বেলকুচি উপজেলার বাওড়া নতুনপাড়া গ্রামে।
ডিবির বিজ্ঞপ্তিতে আটক বেল্লাল ও লিটু অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করা হয়। বলা হয়, দীর্ঘদিন ধরে বেল্লাল হোসেন ও লিটু ব্যাপারী তাঁদের কারখানায় অবৈধভাবে অস্ত্র তৈরি করতেন। এসব অস্ত্র সিরাজগঞ্জসহ অন্যান্য জেলায় বিক্রি করা হতো।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অস্ত্রসহ দুজন আটক হন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অস্ত্র তৈরি ও বিক্রির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে ডিবি। এ ঘটনায় বেলকুচি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।