সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত
সিরাজগঞ্জ সদর উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে নাজমুল ইসলাম নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে গতকাল রোববার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল ইসলাম লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার নেকসাস সুন্দর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
কামারখন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আফাজ উদ্দিন মণ্ডল জানান, গতকাল রোববার রাতে ঢাকা থেকে পণ্যবাহী একটি ট্রাক উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। ট্রাকটি মুলিবাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক নাজমুল ইসলাম নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যেরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করে।