সিরাজগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৬ জেলের কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ৬ জেলেকে ৩দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ৭ জেলেকে অর্থদণ্ড দেয়া হয়েছে।
শনিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিরাজগঞ্জ সদর উপজেলার ভূমি কর্মকর্তা এসএম রকিবুল হাসান এই দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ছোমেদ আলী (৪৫), শিমলা গ্রামের শ্রী সাধনের ছেলে নীলমনি (৩৭), শ্রী মাদলা হালদারের ছেলে শ্রী নারায়ন হালদার (২৯), পূর্ব মোহনপুর গ্রামের হারেজ আলীর ছেলে ফিরোজ (২৬), ইদ্রিস শেখের ছেলে আব্দুল ওয়াহাব (৩২), এবং চরচন্দিনা গ্রামের রজব আলীর ছেলে জুয়েল (৩২)।
সিরাজগঞ্জ সদর উপজেলার নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষায় শনিবার রাতে সদর উপজেলায় যমুনা নদীতে অভিযান চালানো হয়। এসময় ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল সহ ১৩ জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। এদের মধ্যে ৬ জনকে তিন দিন করে কারাদণ্ড ও ৭ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলার নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সারা দেশের মতো সিরাজগঞ্জের যমুনা নদীতে ২২ দিনের এ নিষেধাজ্ঞা চলছে। কেউ যেন মাছ ধরতে নদীতে না নামতে পারে এজন্য নৌ পুলিশের অভিযান শুরু হয়েছে। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত অভিযান চলবে।’