সিরাজগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে কামাল হোসেন (৫৩) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাড়িটির সাবেক মালিক ছিলেন।
গতকাল শুক্রবার রাতে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়াশিকার গ্রামে নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত কামাল হোসেন নরসিংদী জেলার বাসিন্দা, তিনি দীর্ঘদিন ধরে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়াশিকার গ্রামে বসবাস করতেন। সিরাজগঞ্জ রোডের একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন।
এলাকাবাসী জানান, কামাল হোসেন পরিবার নিয়ে ১৭ বছর আগে সিরাজগঞ্জ রোডে আসেন। দীর্ঘদিন এখানে ভাড়া বাড়িতে বসবাস করেন। কয়েক বছর আগে চড়িয়াশিকার গ্রামে একটি বাড়ি কিনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। গত কয়েক মাস আগে কামাল হোসেন বাড়িটি বিক্রি করে দেন। তার কয়েকদিন পর কামাল হোসেন এখান থেকে অন্যত্র চলে যান বলে স্থানীয়রা জানায়।
কামাল হোসেন পরিবার নিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল। গতকাল রাতে বাড়ির বর্তমান মালিক মানিক হোসেন বাড়ির মধ্যে ঢুকে কামালের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত কামাল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।