সিরাজগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জ সদর উপজেলায় পুকুরে ডুবে সানজিদ হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের টুকরা ছোনগাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সানজিদ হোসেন টুকরা ছোনগাছা গ্রামের সোনাউল্লাহর ছেলে।
শিশুটির বাবা বলেন, ‘দুপুরে বাড়ির পাশে পুকুরের পাড়ে খেলা করছিল সানজিদ। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। কিছুক্ষণপর তার মৃতদেহ ভেসে উঠলে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসক সানজিদকে মৃত ঘোষণা করেন।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীমুল ইসলাম বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’