সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত লোকমান হোসেন (৩৪) নামের এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। এর আগে উপজেলার বানিয়াগাতি এলাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে গতকাল বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লোকমান হোসেন সলঙ্গা থানাধীন দত্তকুশা গ্রামের ওসমান গনির ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, গতকাল সোমবার বিকেলে কামারখন্দ উপজেলার বানিয়াগাতি এলাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা পাঁচ শ্রমিকসহ আটজন আহত হয়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে লোকমান নামের এক শ্রমিক মারা যান।