সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহনের চাপ, চলছে ধীরগতিতে
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। মহাসড়কটির সরু স্থানগুলোতে থেমে থেমে চলছে যানবাহন। বঙ্গবন্ধু সেতু থেকে সিরাজগঞ্জ রোড গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ দেখা গেছে।
আজ শনিবার ভোর থেকে মহাসড়ক ঘুরে এমন চিত্র দেখা যায়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, রাত থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। এ মহাসড়ককে চারলেনে উন্নীতকরণের কাজ চলমান রয়েছে। এ কারণে মহাসড়কটির মুলিবাড়ি, কড্ডা, ঝাঐল ওভারব্রিজ, কোনাবাড়ি, পাঁচলিয়া এলাকায় রাস্তা সরু হওয়ায় যানবাহন চলছে ধীরগতিকে। আবার থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে ২৬টি পয়েন্টে জেলা পুলিশ, আর্মড পুলিশ ও হাইওয়ে পুলিশের প্রায় ছয় শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া চালকদের সচেতন করতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে লিফলেট বিলি করা হয়েছে।
এদিকে, যে যেভাবে পারছে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে উত্তর ও দক্ষিণবঙ্গে ফিরছে। যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ট্রাক, পিকআপভ্যান ও মোটরসাইকেলে বাড়ি ফিরছে মানুষ।
আব্দুল মতিন নামের এক বাসচালক বলেন, ‘ঢাকা থেকে সিরাজগঞ্জ আসতে চার ঘণ্টা সময় লেগেছে। মহাসড়কে বড় ধরনের যানজট নেই। সিরাজগঞ্জ অংশে মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। এজন্য ধীরগতিতে যানবাহন চলাচল করছে। যাতায়াতে একটু বেশি সময় লাগলেও যানজট থেকে রক্ষা পাচ্ছে যাত্রীরা।
বাসযাত্রী আব্দুল আলীম বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। সঙ্গে স্ত্রী-ছেলেমেয়ে রয়েছে। সেহ্রি খেয়ে রওনা দিয়েছি, ৯টার মধ্যে সিরাজগঞ্জে পৌঁছে গেছি। যানজট না থাকার কারণে স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারছি। এটাই বড় আনন্দের।’