সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহনের চাপ, চলাচলে ধীরগতি
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য অসংখ্য ঘরমুখী মানুষ বিভিন্ন যানবাহনে করে বাড়ি ফিরছে। ফলে মহাসড়কটির কড্ডা ও নলকা সেতু এলাকায় যান চলাচল অনেকটা স্বাভাবিক থাকলেও রয়েছে ধীরগতি। আজ সোমবার সকাল থেকেই মহাসড়কের এই চিত্র দেখা যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। নলকা সেতু ও কড্ডা এলাকায় যান চলাচলে ধীরগতি থাকলেও মহাসড়কের কোথাও যানজট নেই। আজ অনেকটাই স্বাভাবিকভাবে মহাসড়কে যান চলাচল করছে।
এদিকে, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাস, পণ্যবাহী ট্রাক, পিকআপভ্যান ও মোটরসাইকেলে করে বাড়ি ফিরছে উত্তরবঙ্গের শ্রমজীবী মানুষেরা। যানজট এড়াতে একাধিক যানবাহন পরিবর্তন করে ঢাকা থেকে আসা মানুষের ভিড় রয়েছে হাটিকুমরুল গোলচত্বর এলাকায়।
এদিকে, বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী (টোল) আহসানুল কবীর পাভেল জানান, স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রতিদিন ২০ থেকে ২৫ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদ উপলক্ষে বর্তমানে প্রতিদিন ৩০ থেকে ৩৫ হাজার যানবাহন চলাচল করছে।