সিরাজগঞ্জে মহাসড়কে স্বাস্থ্যবিধি না মানায় ৩০ জনকে জরিমানা
সর্বাত্মক লকডাউনের অষ্টম দিনেও সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে দিনব্যাপী তল্লাশি চালিয়েছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্যবিধি না মানায় জেলায় ৩০ জনকে জরিমানা করা হয়েছে বলে জেলা প্রশাসক কার্যালয় থেকে জানানো হয়েছে।
আজ বুধবার সকাল থেকেই শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। শহরে তিনচাকার যানবাহন চলাচল করছে। ভিড় রয়েছে শহরের সবজি ও মাছের বাজারে। তবে জেলার বিভিন্ন প্রান্তের সাপ্তাহিক হাটবাজারে প্রচুর পরিমাণ জনসমাগম ঘটছে। যেখানে ন্যুনতম স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মো. মনির হোসেন জানান, লকডাউন মানানোর পাশাপাশি জনসাধারণকে সচেতন করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩০ জনকে জরিমানা করা হয়েছে।