সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির কারণে যমুনা নদীবেষ্টিত জেলার কাজীপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় ২৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে আজ রোববার সকালে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে এলাকায় বিপৎসীমার ১৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি চরাঞ্চলের রোপন করা পাট, তিল, বীজতলা ও সবজিবাগান নষ্ট হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, যমুনা নদীতে পানি বাড়লেও এখনও বিপৎসীমার অনেক নিচে রয়েছে। পানি বাড়ার কারণে বন্যা হতে পারে এমন তথ্য আমরা পাইনি। তবে, বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।