সিরাজগঞ্জে সংঘর্ষে আহত দুলালের মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুরের গালা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে সোবহান মোল্লা ও ছানোয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত দুলাল হোসেন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে সমাজ ভাগ করে নেওয়াকে কেন্দ্র করে সোবাহান মোল্লা ও সানোয়া গ্রæপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত দুলাল হোসেন আজ সকালে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ খান বলেন, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত দুলাল হোসেনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।