সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৫৫ জনকে জরিমানা
সর্বাত্মক লকডাউনের ষষ্ঠ দিনে সিরাজগঞ্জ জেলা সদরে প্রশাসনের কঠোর অবস্থানের ফলে মানুষ অপ্রয়োজনে বাইরে বের হচ্ছে না। তবে উপজেলা শহরগুলোতে খুব একটা মানা হচ্ছে না লকডাউন। অব্যহত রয়েছে জেলা প্রশাসনের অভিযান। স্বাস্থ্যবিধি না মানায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫৫ জনকে জরিমানা করা হয়েছে।
আজ সোমবার সকাল থেকেই জেলা শহরে বন্ধ রয়েছে বিপণীবিতান, শপিংমলসহ ছোট-বড় সব ধরনের মার্কেট। গণপরিবহন বন্ধ থাকলেও সড়কে প্রচুর তিনচাকার সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকার এবং জরুরি সেবার গাড়ি চলাচল করতে দেখা গেছে। কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দোকানপাট খোলা রয়েছে। কাঁচাবাজার ও মাছের বাজারে সকাল থেকেই ক্রেতা-বিক্রেতাদের ভিড় দেখা গেছে। ক্রেতা-বিক্রেতা সবার মধ্যেই স্বাস্থ্যবিধি পালনে উদাসীনতা রয়েছে। বাজারে মানুষের ভিড়ে সামাজিক দূরত্ব রক্ষা করা হচ্ছে না।
এদিকে, স্বাস্থ্যবিধি না মানায় গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ৫৫ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
মনির হোসেন বলেন, ‘জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি প্রচার ও রক্ষায় সর্বাত্মক চেষ্টা করে চালাচ্ছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত চালু আছে। এ কার্যক্রম চলমান থাকবে।’