সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি না মেনেই কেনাবেচার ধুম
সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি না মেনেই শপিংমল, বিপণিবিতান, প্রসাধনী সামগ্রীর দোকানসহ মাছ ও কাঁচাবাজারে হরদম চলছে কেনাবেচা। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে মাস্কও ব্যবহার করছে না অনেকে। এদিকে সড়কে বেড়েছে তিন চাকার বিভিন্ন যানবাহনের চলাচল।
ধারাবাহিক লকডাউনের ১৫তম দিন আজ বুধবার সকালে শহরের এসএস রোড, বাজার স্টেশন ও বড়বাজারে এলাকায় সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা যায়।
ঈদ-উল-ফিতরকে সামনে রেখে শহরের শপিংমল, বিপনিবিতাণ বা প্রসাধনীর দোকানে ভিড় করছেন ক্রেতারা। এসব ক্রেতাদের অধিকাংশই করোনা সংক্রমণে সরকারঘোষিত স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মানছে না। একই অবস্থা নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ কাঁচাবাজার ও মাছবাজারেও। এসব স্থানে ভিড় করা ক্রেতা-বিক্রেতাদের অনেকের মুখেই নেই মাস্ক।
এদিকে, শহরে তিন চাকার যানবাহন চলাচল বেড়েছে। জেলার অন্য উপজেলাতেও আগের চেয়ে ভিড় বেড়েছে হাটবাজারে।
পুলিশ ও জেলা প্রশাসনের নজরদারিও কমেছে অনেকটাই। গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্যবিধি না মানায় ছয়জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।