সিরাজগঞ্জে সড়কে থেমে থেমে চলছে যানবাহন
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা, নলকা ও পাঁচলিয়ায় আজও থেমে থেমে চলছে যানবাহন। ফলে বিড়ম্বনায় পড়েছেন মহাসড়ক ব্যবহারকারীরা। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া তীব্র যানজটের কারণে আজ শুক্রবার ভোর পর্যন্ত স্থবির ছিল মহাসড়কটি।
আজ শুক্রবার ভোর থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায়। সিরাজগঞ্জ ট্রাফিক পরিদর্শক আব্দুস সালেক জানান, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ফোর-লেন নির্মাণকাজ চলমান থাকায় এবং মহাসড়কে সৃষ্ট খানাখন্দ ও ক্ষতিগ্রস্ত সেতুর ফলে স্বাভাবিক গতিতে চলতে পারছে না যানবাহন। এতে চাপ বাড়লেই সৃষ্টি হচ্ছে যানজট।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, বৃহস্পতিবার সারা রাত তীব্র যানজট থাকলেও সকাল থেকে তা কমেছে। বর্তমানে মহাসড়কের তিনটি স্পটে থেমে থেমে চলছে যানবাহন। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ তিনটি স্পটেও যানচলাচল স্বাভাবিক হয়ে আসবে।’