সিরাজগঞ্জে ৫ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ও ব্যক্তিগত উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বছরের প্রথম দিন আজ শনিবার সকালে সোনতলা ও সলপ ইউনিয়ন পরিষদ চত্বরে এ শীতবস্ত্রগুলো বিতরণ করেন ওইইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত ওসমান।
প্রথমে সোনতলা এলাকায় প্রায় দুই শতাধিক বালক-বালিকা ও জনসাধারণের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার শওকত ওসমান। এরপর সলপ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তিন শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন শওকত ওসমান। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হক সন্টু, সব ইউপি সদস্য, আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার শওকত ওসমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় সংসদ সদস্য তানভীর ঈমামের দিকনির্দেশনায় অসহায় দরিদ্রদের মধ্যে উষ্ণতা বিলিয়ে দেওর চেষ্টা করছি। উপজেলা প্রশাসন থেকে পাওয়া ও ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্রগুলো বিতরণ করছি। এই ধারা অব্যাহত থাকবে।’