সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ গ্রেপ্তার
হত্যা ও বিস্ফোরকসহ একাধিক মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাতে পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের সয়াধানগড়া মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিগত বিএনপি-জামায়াতের আন্দোলনের সময় নূর কায়েম সবুজের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এসব মামলার মধ্যে হত্যা ও বিস্ফোরকসহ পাঁচটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রাতে শহরের সয়াধানগড়া মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, নূর কায়েম সবুজকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, বিএনপির জাতীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তারা বলেন, ‘যেসব মামলার ওয়ারেন্ট দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে এগুলো সব রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা।’