সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
সিলেটের কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এ খবর নিশ্চিত করা হয়।
কী কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দল।
এদিকে, কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়।