সিলেটে এবার পাঁচ সন্তানের জননী ধর্ষণের শিকার
সিলেটে এবার পাঁচ সন্তানের জননী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রোববার রাতে পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁদের জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ২ নং বাসার দোতলার ভাড়াটে দেলোয়ার হোসেন ও তাঁর সহযোগী হারুন আহমদ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার মামলার বরাত দিয়ে জানান, গত শনিবার ওই নারী ধর্ষণের শিকার হন। পরে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি হন। গতকাল রোববার রাতে থানায় লিখিত অভিযোগ করেন ভিকটিম নারী। এরপর ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দেলোয়ার ও তাঁর সহযোগী হারুনকে গ্রেপ্তার করা হয়।
জ্যোর্তিময় সরকার আরো জানান, অভিযুক্ত দেলোয়ার তাঁকে ধর্ষণ করেন এবং আরো তিনজন সেই কাজে সহযোগিতা করেন বলে অভিযোগ করেছেন ওই নারী।