সিলেটে কিশোরী ‘ধর্ষণ’: ছাত্রলীগকর্মী নিজু গ্রেপ্তার
সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় কিশোরীকে (১৪) ধর্ষণের মামলায় ছাত্রলীগকর্মী রাকিবুল হোসেন নিজুকে (১৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাতে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সামিউল আলম গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার রাতে ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় মামলা করেন কিশোরীর মা। কিশোরীকে এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গ্রেপ্তার নিজু সিলেটের মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি নগরীর জিন্দাবাজারে পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে তিন প্রবাসীকে মারধর ও ছিনতাই মামলায় গ্রেপ্তার হয়ে মুক্তি পেয়েছিলেন। তিনি কারাবন্দি জেলা স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি পিযুষ কান্তি দের অনুসারী হিসেবে পরিচিত। ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে নিয়মিত অংশ নেন নিজু। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়া বাজারে।
মামলায় কিশোরীর পরিবার অভিযোগ করেছে, গত মঙ্গলবার কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের বাসার ছাদে ধর্ষণ করেন রাকিবুল হোসেন নিজু। এরপর মেয়েটির সঙ্গে মুঠোফোনে কথা হলে নিজু তাঁকে হুমকি দিয়ে বলেন, এই ঘটনায় কেউ তাঁর কিছুই করতে পারবে না।
গত ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তোলপাড়ের মধ্যে এই কিশোরী (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেল। এমসি কলেজের ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার আসামিরাও ছাত্রলীগকর্মী হিসেবে পরিচিত। যদিও মামলার এজাহারে পরিচয়ের বিষয়টি উল্লেখ করা হয়নি।
গত বছরের ৭ আগস্ট নগরীর জিন্দাবাজারের পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে তিন প্রবাসীর ওপর হামলা করে স্বেচ্ছাসেবক লীগের নেতা পিযুষ কান্তি দের অনুসারীরা। এ মামলায় গ্রেপ্তার হয়ে গত ২৭ জানুয়ারি নিজুসহ ছয় আসামি কারাগার থেকে মুক্তি পান। তাঁদের জেলগেটে সংবর্ধনা জানান সিলেট সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর বিক্রম কর সম্রাট। কাউন্সিলর নিজেও পিযুষের অনুসারী হিসেবে পরিচিত।
প্রবাসীদের ওপর হামলাসহ কয়েকটি মামলায় থাকায় পিযুষ কান্তি দে বর্তমানে কারাবন্দি অবস্থায় হাসপাতালে আছেন।