সিলেটে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থী মারা গেছে। এদের একজন ঘটনাস্থলেই মারা যায়। বাকিদের একজন হাসপাতালে নেওয়ার পথে ও অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ রোববার বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডের সামনের এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মহানগরের শাহপরান থানার পীরের বাজারের হাতুড়া গ্রামের মো. ফিরোজের ছেলে আজিম (১৯), সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সুবেদুর রহমান মুন্নার ছেলে ফাহিম আহমদ অমি ও শাহপরান থানার খাদিমপাড়া ইউনিয়নের বাসিন্দা জসিম আহমদ ওসমানী।
জৈন্তাপুর মডেল থানা উপপরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র রায় তথ্য নিশ্চিত করে বলেন, ‘ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে, চালককে আটক করা যায়নি।’