সিলেটে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
সিলেট নগরীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নগরীর ফাজিল চিশত এলাকায় গতকাল সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নগরীর বনকলাপাড়া এলাকার সজিব ও জালালাবাদ এলাকার লুৎফুর।
পুলিশ জানিয়েছে, ফাজিল চিশত পয়েন্টে একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।
এদিকে এ দুর্ঘটনার পরই সড়ক অবরোধ করে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করেছে এলাকাবাসী। ওই সময় অন্তত চারটি ট্রাকে আগুন দেয় জনতা। ফলে সিলেট-সুনামগঞ্জ সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) আশরাফ উল্ল্যাহ তাহের জানান, পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় দুজন মারা গেছেন। দুর্ঘটনার পর উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে ভাঙচুর করেছে। এ সময় পুলিশ তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে।
এদিকে, দুজনের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।