সিলেটে ৬ মার্কেট ১০ দিনের জন্য বন্ধ করার নির্দেশ
ঘন ঘন ভূমিকম্প হওয়ার কারণে আশঙ্কাজনক পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নগরের ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। অভিযানে ছয় মার্কেট, একটি দোকান ও একটি আবাসিক ভবনকে ১০ দিনের জন্য বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ, ফায়ার সার্ভিস, মহানগর পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তর ও বিভাগের প্রতিনিধিরা।
সিলেটে এক দিনে অল্প সময়ে কয়েকবার ভূমিকম্প অনুভূত হওয়ায় পরবর্তী সাত থেকে ১০ দিনের মধ্যে বেশি মাত্রার ভূমিকম্পের আশঙ্কায় সিটি করপোরেশন দুর্যোগ মোকাবিলায় বিশেষ পর্যবেক্ষণ-প্রস্তুতি এবং ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে নগরের ঝুঁকিপূর্ণ ভবনগুলো বন্ধে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে সিসিকের ঝুঁকিপূর্ণ ভবন/ইমারতের তালিকায় থাকা সুরমা মার্কেট, সিটি সুপার মার্কেট, মধুবন সুপার মার্কেট, সমবায় মার্কেট, মিতালী ম্যানশ্যান ও রাজা ম্যানশন মার্কেট আগামী ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষে মার্কেট কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা সিসিকের নির্দেশনা মেনে নেন।
এদিকে জিন্দাবাজারের জেন্টস গ্যালারি নামের একটি দোকান ও ফনিটুলার একটি আবাসিক ভবন ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম উদ্দিন, প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. আব্দুল আজিজ, ভারপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমীন নাহার রুমা, জেলা প্রশাসনের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন, ফায়ার সার্ভিস সিলেটের ভারপ্রাপ্ত উপপরিচালক আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তর ও বিভাগের প্রতিনিধিরা।
এ ছাড়া নগরবাসীর সচেতনতায় সিলেট সিটি করপোরেশন ভূমিকম্পে করণীয় শীর্ষক নিদের্শাবলী মাইকিং করে প্রচার করছে।