সিসিক নির্বাচনে এক-তৃতীয়াংশ প্রার্থীই বিএনপির : পররাষ্ট্রমন্ত্রী
সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপির এক-তৃতীয়াংশ কাউন্সিলর প্রার্থী হওয়ায় তিনি আনন্দিত। তিনি বলেন, ‘বিএনপি বলে যে তারা এই কমিশনের অধীনে নির্বাচন করবে না, কিন্তু তাদের দলের অনেকে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন, এটা খুশির বিষয়।’
আজ শনিবার (২২ এপ্রিল) সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সিলেট সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে ৪২টি কাউন্সিলর পদে চারশ’র মতো প্রার্থী নির্বাচন করবেন। এটি সুখের বিষয়, অতি উৎসাহেরও। আমি আরও শুনেছি, এসব প্রার্থীদের এক-তৃতীয়াংশ বিএনপির লোক। আমি আনন্দিত, কারণ বিএনপি প্রায়ই বলে, তারা এই কমিশনের অধীনে কোনো নির্বাচন করবে না।”
এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমার দলেরও কাউন্সিলর প্রার্থী আছেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী অত্যন্ত সৎ লোক। তার কাছে যে লোক যায়, তিনি তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আশাকরি, তিনি নগরবাসীর আশা পূরণ করবেন।’
রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে বিশ্বের সকল দেশের সহযোগিতা চাওয়া হয়েছে। আশা করছি, দ্রুত সকল রোহিঙ্গা তাদের দেশে ফিরবে।’
এদিকে, পবিত্র ঈদুল ফিতরের নামাজে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকাল সাড়ে ৮ টায় শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগরীতে এবার মোট ৪৩৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩৪৭টি মসজিদে ও ৯০টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সিলেট জেলায় মোট দুই হাজার ৫৮৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মসজিদে দুই হাজার ২৩৯টি ও ঈদগাহে ৪৪৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।