সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ পরিস্থিতিতে অভিযানে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার জানিয়েছেন, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের এক প্লাটুন টিম সীতাকুণ্ডে পৌঁছেছে। ওই দলে সেনাবাহিনীর ২০০ সদস্য রয়েছেন। তাঁরা কেমিক্যাল পরীক্ষাসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এদিকে, বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্য রয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
সীতাকুণ্ডে আজ রোববার সকালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল বিএম কনটেইনার ডিপো পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
আগুন নেভানো এখন প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড হলেও ঘটনাস্থলে মালিকপক্ষের কারও উপস্থিতি লক্ষ করা যাচ্ছে না। তাদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় আগুন নেভাতে জটিলতায় পড়তে হচ্ছে।
এদিকে, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট রয়েছে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।