সুনামগঞ্জে চলছে ৩৬ ঘন্টার বাস ধর্মঘট
চার দফা দাবিতে সুনামগঞ্জে চলছে ৩৬ ঘন্টার বাস ধর্মঘট। আজ শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সিলেট, ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়া সাধারণ যাত্রীরা। এসময় যাত্রীরা শুক্রবার ছুটির দিনেও গণপরিবহন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সুনামগঞ্জে চার দফা দাবিতে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘন্টার বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতি।
সুনামগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক জানান, লামাকাজী সেতু থেকে টোল আদায় বন্ধ করা, সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাস বন্ধ করা, বাস টার্মিনাল সংস্কারসহ সড়ক থেকে অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করার দাবিতে বাস মালিক সমিতি এই ৩৬ ঘন্টার বাস ধর্মঘটের ডাক দিয়েছে।
এদিকে শনিবার সিলেটে বিএনপির গণসমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকেল থেকেই নৌকা, বাস ও মোটরসাইকেল যোগে রওনা হয়েছেন। বেশিরভাগ নেতাকর্মীর অভিযোগ সিলেটে বিএনপির সমাবেশকে বানচাল করতেই সরকার দলীয় লোকজন বাস ধর্মঘট ডেকেছেন। তারা জানান, কোনো কিছুতেই সুনামগঞ্জের নেতাকর্মীদের আটকানো যাবে না, যেকোনো মূল্যে তারা সমাবেশে যোগ দেবেন, দরকার হলে পায়ে হেঁটে হলেও সিলেটের গণসমাবেশকে সফল করা হবে।